আমরা ছাত্রছাত্রীদের মধ্যে শিল্পোদ্যোগের বীজ বপন করি

স্কুল থেকেই ব্যবসা করার চিন্তা ভাবনা

অনলাইনে নথিভুক্ত করুন

স্কুলে Enterprenuership কেন দরকার?

  • ২০২০ সালের নতুন শিক্ষানীতি অনুযায়ী ছাত্রদের স্কুলে পড়ার সময় থেকেই Enterpreneurship নিয়ে সচেতন করে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।
  • একেবারে ছোটবেলা থেকেই ভবিষ্যতের উদ্যোগীকে লালন করা দরকার।
  • কোন ব্যবসা শুরু করতে গেলে কি কি করতে হয় ছাত্রদের সেই ব্যাপারে প্রথম থেকে ট্রেনিং দেওয়া দরকার।
  • ছাত্রদের নতুন নতুন চিন্তা ভাবনা ও নানা রকম উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করা দরকার যাতে তারা আন্তর্জাতিক কর্ম ক্ষেত্রে নিজেদের স্থান পাকা করে নিতে পারে।
  • ছাত্রদের স্তারত-আপ এ উৎসাহিত করতে হবে যাতে তারা ইকোনোমি ও ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

তাড়াতাড়ি!! আপনার ছাত্রছাত্রীদের কেরানী না করে উদ্যোগপতি করে তুলুন

Student Enterprenuership Radio – এক অভিনব শিক্ষার পথ

microphone, radio, mic-4319526.jpg

ছাত্ররা কেন Enterprenuership শিখবে?

  • ভবিষ্যতে কেরিয়ার তৈরির জন্য ছাত্রদের পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিজের ব্যবসা শুরু করা, পণ্য তৈরি ও পরিষেবা বিষয়ে তৈরি থেকে চাকরি খোঁজার থেকে চাকরি দিতে পারার দিকে নজর দিতে হবে।

  • তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার সঙ্গে সঙ্গে সমস্যা সমাধান, ক্রিয়েটিভিটি, রেসিলেন্স, অসাফল্য থেকে বেরিয়ে আসা, লক্ষ্য স্থির করা ও নতুনভাবে ভাবার দিকে নিয়ে যেতে হবে।