আমরা ছাত্রছাত্রীদের মধ্যে শিল্পোদ্যোগের বীজ বপন করি
স্কুল থেকেই ব্যবসা করার চিন্তা ভাবনা
স্কুল থেকেই ব্যবসা করার চিন্তা ভাবনা
Student Enterprenuership Radio – এক অভিনব শিক্ষার পথ
ভবিষ্যতে কেরিয়ার তৈরির জন্য ছাত্রদের পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিজের ব্যবসা শুরু করা, পণ্য তৈরি ও পরিষেবা বিষয়ে তৈরি থেকে চাকরি খোঁজার থেকে চাকরি দিতে পারার দিকে নজর দিতে হবে।
তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার সঙ্গে সঙ্গে সমস্যা সমাধান, ক্রিয়েটিভিটি, রেসিলেন্স, অসাফল্য থেকে বেরিয়ে আসা, লক্ষ্য স্থির করা ও নতুনভাবে ভাবার দিকে নিয়ে যেতে হবে।